আগরতলা।।ত্রিপুরা রাজ্যের নিখোঁজ ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ দিল্লির যমুনা নদী থেকে উদ্ধার হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।

মুখ্যমন্ত্রীর দপ্তরের সক্রিয় হস্তক্ষেপ ও দিল্লি পুলিশ প্রশাসনের সহযোগিতায় তদন্ত ত্বরান্বিত হয়, যার ফলস্বরূপ মৃতদেহ শনাক্ত ও উদ্ধার সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ছাত্রীটি নিজেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেছেন এবং পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে, তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও ত্রিপুরা ভবনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *