আগরতলা।।অবশেষে এক সপ্তাহ পর দপ্তর পেলেন নতুন মন্ত্রী কিশোর বর্মণ । তাকে তিনটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার মন্ত্রী কিশোর বর্মণকে পঞ্চায়েত, উচ্চ শিক্ষা এবং সাধারণ প্রশাসন(রাজনৈতিক) দফতরের দায়িত্ব দেওয়া হয় । মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাঁকে ওই দফতরগুলির দায়িত্ব দিয়েছেন। এই দপ্তরগুলি আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এই মর্মে শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করেছেন। গত ৩ জুলাই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কিশোর বর্মণ।
মন্ত্রী কিশোর বর্মণ এখন থেকে এই দফতরগুলির দায়িত্ব সামলাবেন। তাঁকে দেওয়া তিনটি দফতরই গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে যে দফতরের দায়িত্ব দেবেন তা তিনি খুবই গুরুত্ব দিয়ে পালন করবেন। উল্লেখ্য সোনামুড়া মহকুমার নলছড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি।