আগরতলা।।গ্রামীণ অর্থনীতির বিকাশে হস্ততাঁত শিল্পের একটা বিশেষ ভূমিকা রয়েছে। রাজ্যে হস্ত তাঁত জাত সামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে। সে তুলনায় যোগান বাড়াতে তাঁতিদের সংখ্যা বাড়ানো হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বললেন হস্ত তাঁত ও কারু শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

সারা দেশের সঙ্গে রাজ্যে পালিত হলো ১১তম জাতীয় হ্যান্ডলুম দিবস। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ ও হস্ত তাঁত এবং কারু শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হস্ততাঁত একটি বড় প্লাটফর্ম। তাই হস্ততাঁত এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে। রাজ্যে হস্ততাঁত জাত সামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে।

সে তুলনায় যোগান বাড়াতে তাঁতিদের সংখ্যা বাড়ানো হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই বিষয়ে এদিন তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন হ্যান্ডলুম ডেভলপমেন্ট কমিশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যে হস্তচালিত তাত, তাঁত শিল্পের প্রসার, তাঁতীদের আর্থিক অবস্থার উন্নয়ন , হস্ততাঁত জাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি এই সমস্ত বিষয়ের উপর মূলত এই অনুষ্ঠানে আলোচনা হয়।

ছিলেন মন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এদিন তাতশিল্পীদের দ্বারা তৈরী বিভিন্ন সামগ্রীও পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাঁতশিল্পীরা এই অনুষ্ঠানে যোগ দেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *