আগরতলা: শহরের সৌন্দর্যায়ন ও যান চলাচল স্বাভাবিক রাখতে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ঠাকুর পল্লী রোড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয় আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের উপস্থিতিতে।
পুর নিগম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঠাকুর পল্লী রোড এলাকায় রাস্তার উপর ও ফুটপাথ দখল করে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় যানজট ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। একাধিকবার নোটিস দেওয়ার পরও সংশ্লিষ্ট পক্ষগুলি অবৈধ দখল না সরানোয় শেষ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন পুর নিগমের কর্মী ও আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিল পুলিশ বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। বুলডোজার ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলি ভেঙে দেওয়া হয়।
এদিন মেয়র দীপক মজুমদার জানান, শহরের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, “শহরের কোথাও অবৈধ দখল বরদাস্ত করা হবে না। আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতেও আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।” পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
