আগরতলা : আগামীকাল ১২ই ডিসেম্বর ট্যুরিজম ডিপার্টমেন্টের আয়োজিত জুবিন নটিয়াল কনসার্টের পাস ঘিরে আজ শেষ দিনে দেখা গেল ব্যাপক বিশৃঙ্খলা। বিকেল পাঁচটা পর্যন্ত পাস বিতরণ করা হবে বলে ঘোষণা করা হয়।

এরপর সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ছ’টা পর্যন্ত পাস দেওয়ার কথা জানানো হয়।কিন্তু নির্ধারিত সময় পেরোতেই কর্তৃপক্ষ জানিয়ে দেয়—পাস শেষ, আর বিতরণ হবে না। এই ঘোষণা হতেই প্রধান গেটের সামনে অপেক্ষমান বহু দর্শক ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ, হঠাৎ পাস বন্ধের খবর পেয়ে জনতার একাংশ মেইন গেট ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হস্তক্ষেপ করে।

ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে জানা গেছে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকদের একাংশ। তাদের অভিযোগ—”আগে জানালে এমন বিশৃঙ্খলা হতো না। মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাস পেল না।”

অন্যদিকে, প্রশাসন জানিয়েছে যে নির্ধারিত সংখ্যার বাইরে পাস দেওয়া সম্ভব ছিল না, এবং ভিড় নিয়ন্ত্রণ করতেই কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। পরবর্তী সময়ে কনসার্ট ভেন্যুর নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *