আগরতলা: দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে বাংলাদেশী নাগরিকরা। ফের আটক এক।জিরানিয়া রেল স্টেশন থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করল জিরানিয়া থানার পুলিশ।
জিরানিয়া থানার ওসি রাজু দত্ত জানান মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জিরানিয়া রেল স্টেশন এলাকায় এক বাংলাদেশী নাগরিক ঘোরাফেরা করছে। এই সংবাদের ভিত্তিতে জিরানিয়া থানার পুলিস রেল স্টেশন থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর কাছে পাওয়া বিভিন্ন নথি যাচাই করে দেখা যায় ভুয়ো। ধৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার হয়েছে।
ধৃত বিশ্বজিৎ দাসের বাড়ি বাংলাদেশের চুনারুঘাট এলাকায়। তাঁর বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিস। কিভাবে সে ভারতে এসেছে তা জানান্র চেষ্টা করছে পুলিস।