আগরতলা।।রাজধানীর জিবি হাসপাতালে চোর ছিনতাইবাজদের উৎপাত ক্রমশ বাড়ছে । অভিযোগ এখানে মানুষের জীবন সম্পত্তির কোনো নিরাপত্তা নেই।

একেতো চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। এখন টাকা পয়সা, মোবাইল, নিয়ে জিবি তে যাওয়াটাই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। চোরের দল এতটাই তৎপর। প্রায়ই ঘটছে চুরির ঘটনা। অম্পি থেকে মঙ্গলবার এক মহিলা জিবি হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার পর দেখেন উনার হাত ব্যাগে রাখা ছোট মানি ব্যাগটি নেই। তাতে ১৪ হাজার টাকা ও মহিলার বাড়ির আলমারির দুইটি চাবি ছিল।

প্রিয়াঙ্কা দাস নামে ওই মহিলা চুরির ঘটনা আঁচ করতে পেরে বেসরকারি সিকিউরিটি কর্মী ও টিকিট কাউন্টারে থাকা কর্মীদের জানান। তারা কোনো রকম সহযোগিতা না করে শুধু এই টুকুই পরামর্শ দেন থানায় জানানোর জন্যে। সেই অনুযায়ী নিরুপায় হয়ে প্রিয়াঙ্কা জিবি ফাঁড়িতে পুরো ঘটনা জানান। যদিও কাওকে আটক করার খবর নেই। আশ্চর্যের বিষয় হলো জিবি তে চুরি ছিনতাই এর ঘটনা নতুন নয়। অথচ টিকিট কাউন্টারের সামনে প্রতিদিন এতো লোকের ভিড় থাকা স্বত্তেও এখানে নাকি সি সি ক্যামেরা নেই।

তাছাড়া বেসরকারি নিরাপত্তা কর্মীরা কখনোই চোর ছিনতাইবাজদের পাকড়াও করতে পারে না। তাই স্বাভাবিক ভাবেই জিবি তে চুরি ছিনতাই এর ঘটনার সঙ্গে বড় একটি চক্র জড়িত কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *