আগরতলা: প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার জিবি ও এজিএমসির তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। জিবির বিভিন্ন বিভাগের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। চলতি মাসের সাংবাদিক সম্মেলন করা হয় এই বৃহস্পতিবার এজিএমসির কলেজ কাউন্সিল রুমে। এদিন অর্থোপেডিক্স বিভাগ নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়।
উপস্থিত ছিলেন জিবি ও এজিএমসির এম এস শঙ্কর চক্রবর্তী, অর্থোপেডিক্স বিভাগের প্রধান প্রফেসার ডাঃ সন্তোষ রিয়াং, বিভাগের ডাঃ পুলক সাহা, ডাঃ অনিন্দ দেবনাথ, জিবির ডেপুটি এম এস ডাঃ অভিজিৎ সরকার সহ অন্যরা।রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে আর্থোস্কোপি হয়েছে সাত জনের। আগামী বছরে একটি মেশিন চলে আসবে। এই মেশিনটি চলে এলে বেড়ে যাবে আর্থোস্কপির সংখ্যা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান জিবি হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান প্রফেসার ডাঃ সন্তোষ রিয়াং। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার জিবি ও এজিএমসি-র তরফে সাংবাদিক সম্মেলন করা হয়।
বিভিন্ন বিভাগের তরফে সাংবাদিক সম্মেলন করে কাজের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সফলতা ও আগামী কর্মসূচী তুলে ধরা হয়। ডাঃ সন্তোষ রিয়াং জিবি হাসপাতালে গত এক বছরে অর্থোপেডিক্স বিভাগের বিভিন্ন তথ্য তুলে ধরেন।