আগরতলা: দেশের ২৭ টি রাজ্য স্কচ সংস্থার কাছে ৪০০ টি প্রকল্পের জন্য আবেদন করেছিল। তারপর বিভিন্ন স্তরে প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড পেয়েছে ত্রিপুরা রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর।বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান ২৯ মার্চ দিল্লির হেরিটেজ সেন্টারে এই পুরস্কার দেওয়া হবে ত্রিপুরাকে। তিনি আরো বলেন, বায়ো টেকনোলজি দপ্তরে যা যা কাজ হয়েছে তার মধ্যে বায়োটেক ক্লাবের আওতায় আনা হয়েছে ১৭ টি রাজ্যের কলেজকে। আগামী বছর আরো চারটি কলেজকে এই বায়ু ট্যাক ক্লাবের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। ২.৫ লক্ষ টাকার এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে।
আগামীদিন বাজেটে এই অর্থ আরো বাড়ানো যায় কিনা সেদিকে গুরুত্ব দেওয়া হবে। কারণ গবেষণা বাড়ানো গেলে এই ধরনের বহু টেকনোলজি আরও আনা সম্ভব হবে বলে জানান তিনি।এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী।