আগরতলা।।রাজধানীর জয়নগর চক্রসঙ্গ এলাকায় এক বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। গৃহকর্তার নাম গোবিন্দ পদ পাল। যদিও উনার বাড়িতে দুই ভাড়াটিয়ার ঘরে অগ্নিকান্ড ঘটে। একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে যান। অগ্নিনির্বাপক কর্মীদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। রবিবার ঘটনার সময় গোবিন্দ বাবু বাড়িতে ছিলেন না। উনার স্ত্রী বাড়িতে ছিলেন। পুরানো একটি টিনের ঘরে দুই পরিবার ভাড়া রয়েছে। আগুনের লেলিহান শিখায় ভাড়াটিয়াদের ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস লিক করে নয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটেছে।
দমকল কর্মীরা জানান এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করেছেন। সেই কারণে আগুন দ্রুত আয়ত্তে আনা গিয়েছে। দমকলের মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত ।