আগরতলা।।সোমবার ছট পূজা উপলক্ষে ক্যাপিটাল কমপ্লেক্স স্থিত রানীর পুকুরে বিশাল আয়োজন করা হয়। এদিনের আয়োজিত এ পুজোয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
বিশেষ করে এটি বিহারী সমাজের প্রধান উৎসব। সারাদিন উপবাস করে সূর্য দেবতাকে পূজা করেন তারা। মেয়র দীপক মজুমদার ছট পূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা বিনিময় করেছেন।
যদিও বিশেষ করে এটি বিহারী সমাজের পূজা হলেও বর্তমানে এটি সর্বজনীন পুজো হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের পুজোর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সুদৃঢ় বন্ধন মজবুত হবে বলে জানিয়েছেন তিনি।
