আগরতলা।।পশ্চিম আগরতলা থানার পুলিশ চুরি যাওয়া একটি লেপটপ সহ দুই চোরকে গ্রেফতার বৃহস্পতিবার সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায় পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান।

মেলারমাঠ এলাকায় গত ১১ জুলাই একটি দোকান থেকে ল্যাপটপ ও কিছু নগদ টাকা চুরি হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ যৌথভাবে ঘটনার তদন্তে নামে। ধৃতরা হলো অমিত দেব ও সজল দেবনাথ। চুরি যাওয়া ল্যাপটপটি আম্বাসা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ধৃতদের জোর জিগ্গাসাবাদ চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কিছু দিন পর পর চোর ছিনতাইবাজরা ধরা পড়লেও চুরি ছিনতাই এর ঘটনা কিন্তু কমছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *