আগরতলা।।ট্রাফিক পুলিশের অভিযান চালানোর সময় বটতলা থেকে উদ্ধার চুরি যাওয়া বাইক। তবে উধাও বাইক চোর।
বুধবার ট্রাফিক পুলিশের ডি এস পি দীপক কুমার সরকার মালিকের হাতে বাইকটি তুলেদেন। গত ১৯ জুলাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নিশ্চিন্তপুর ঈশান চন্দনগর স্কুলের সামনে থেকে একটি বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে এই বিষয়ে বাইকের মালিক আমতলী থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ট্রাফিক পুলিশ অভিযান চালানোর সময় বটতলা এলাকা থেকে বাইকটি উদ্ধার করে। বাইকটির নম্বর প্লেট ঠিকভাবে নাথাকায় সন্দেহ হয় পুলিশের। বাইকটি উদ্ধারের পর ট্রাফিক পুলিশ বিভিন্ন থানায় বিষয়টি জানিয়ে দেয় ।
খবর পেয়ে চুরি হওয়া বাইকের মালিক প্রসেনজিৎ চৌধুরী থানায় যোগাযোগ করেন। বুধবার বাইকের মালিকের হাতে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বাইকটি তুলে দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ট্রাফিক পুলিশের ডি এস পি দীপক কুমার সরকার। চুরি যাওয়া বাইকটি ফিরে পেয়ে মালিক প্রসেনজিৎ চৌধুরী ট্রাফিক পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।