আগরতলা।।ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার সহ দুই কুখ্যাত চোরকে আটক করলো রাজধানীর এন সি সি থানার পুলিশ ।
সোমবার থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস এই বিষয়ে বিস্তারিত জানান। ধৃত দুই কুখ্যাত চোরের নাম মহম্মদ শাহীম এবং শহীদ মিয়া । গত শনিবার রাতে রাজধানীর সার্কিট হাউস সংলগ এলাকা থেকে একটি বাইক চুরি হয় । অভিযোগ পেয়ে নিজস্ব সোর্স লাগিয়ে এনসিসি থানার পুলিশ তদন্ত শুরু করে । তদন্তে জিজ্ঞাসা বদের জন্য মহম্মদ শাহীম এবং শহীদ মিয়া নামে দুই জনকে আটক করা হয় ।
তারা স্বীকার করে এই বাইক চুরির সাথে যুক্ত ছিল । ধৃতদের বাড়ি বিশালগড় এবং বক্সনগরের রহিমপুর এলাকায় । তাদের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে । সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় । এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্র দাস আরো জানান ,সম্প্রতি ভাটি অভয়নগর এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটে।
এই দুঃসাহসিক চুরির ঘটনায় সেলিম মিয়া নামে বিটারবন এলাকা থেকে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর আরো একটি সোনার হার এবং সোনার কানের দুল পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।