আগরতলা।।রাজধানী আগরতলা এবং শহরতলী এলাকায় বাইক চোরেদের তাণ্ডব অব্যাহত রয়েছে। যদিও বসে নেই পুলিশও। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আমতলী থানার অন্তর্গত মধুপুর বাজার থেকে একটি বাইক চুরি যায়। এই বাইক সহ চোরকে আটক করে পুলিশ।
আমতলী থানার ওসি পরিতোষ দাস সোমবার সাংবাদিকদের জানান, তল্লাশির সময় একটি বাইক সহ এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালালে ওই যুবক শিকার করে বাইকটি চুরি করে এনেছে। তখন তাকে আটক করা হয়। তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে তাকে ।
ধৃত চোরের নাম নিবাস দেববর্মা, বাড়ি মধুপুর এলাকায়। ফুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।