আগরতলা : রাজধানীতে স্কুটি চুরির ঘটনায় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। দুটি চুরি যাওয়া স্কুটি উদ্ধারসহ সুমন নমঃ নামে এক অভিযুক্ত চোরকে আটক করেছে পুলিশ। রবিবার এই ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি আগরতলার দমদমিয়া এলাকা থেকে একটি স্কুটি চুরি হয়। ঘটনার পর সংশ্লিষ্ট মালিক এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং এলাকার সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তের খোঁজ শুরু হয়। তদন্ত চলাকালীন পুলিশ দমদমিয়া এলাকা থেকেই চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি তদন্তে উঠে আসে, অভিযুক্ত সুমন নমঃ রাজধানীর জিঞ্জার হোটেলের সামনের এলাকা থেকেও আরেকটি স্কুটি চুরি করেছিল। পুলিশ সেই স্কুটিটিও উদ্ধার করেছে। এদিন সাংবাদিক সম্মেলনে ওসি প্রাজিত মালাকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির ঘটনা স্বীকার করেছে।
তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পূর্বে সে এরকম কোনও ঘটনার সঙ্গে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।
পুলিশের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে যানবাহন সুরক্ষায় আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আটক অভিযুক্তকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
