আগরতলা।।১৯শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস। সারা বিশ্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিক ভবন এর হলঘরে তিন দিনব্যাপী আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, পুলিশের আধিকারিক কৃষ্ণেন্দু চক্রবর্তী,ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রলয়জিৎ পাল,সাধারণ সম্পাদক অভিষেক দেববর্মা সহ অন্যান্যরা।

ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জলোনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সম্মানীয় অতিথিরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শক্তিশালী করতে মানুষের ভাষাকে সঠিক ভাবে তুলে ধরতে চিত্র সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাজ্যে কর্মরত চিত্র সাংবাদিকদের কাজের বেশ প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রদর্শিত ছবিগুলি পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *