আগরতলা: চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ দেশব্যাপী ব্যাঙ্কিং ক্ষেত্রে ধর্মঘটে শামিল হবে ত্রিপুরার ব্যাঙ্ক কর্মচারী- অফিসাররাও। ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স।
মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্ব। কর্মচারী ও অফিসারদের ৯ টি সংগঠন মিলে এই ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স গঠিত।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেতৃত্ব, রাহুল চক্রবর্তী,সঞ্জয় দত্ত সহ অন্যরা। এদিন সঞ্জয় দত্ত জানান তাদের দাবির মধ্যে রয়েছে সমস্ত ক্যাডারে পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগ করার। তিনি বলেন, কর্মী স্বল্পতার কারণে বিভিন্ন শাখায় গ্রাহকদের সঠিক ভাবে পরিষেবা দেওয়া যাচ্ছে না। তাদের দাবির মধ্যে রয়েছে সপ্তাহে কর্ম দিবস পাঁচদিন করার। অভিযোগ সরকার সেই দাবি এখনও পূরণ করেনি।
অনিয়মিত কর্মীদের নিয়মিত, ব্যঙ্কিং ক্ষেত্রের নিরাপত্তার ব্যবস্থা করারও দাবি রয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের। সঞ্জয় বাবু জানান ব্যাঙ্কিং ক্ষেত্রকে বাঁচানোর স্বার্থে লড়াই চালিয়ে যাওয়া হবে।