আগরতলা।। রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে প্রায়ই রক্তের সংকট দেখা দেয়। তাই মুখ্যমন্ত্রী সবসময় মানুষকে আহ্বান জানান নিয়মিত রক্তদান করার জন্যে। সেদিকে লক্ষ্য রেখে বি এম এস অনুমোদিত ত্রিপুরার ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
আগরতলায় চন্দ্রপুর আই এস বি টি তে এই শিবির হয়। তাতে মোটর শ্রমিকদের বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা যাও। বি এম এস এর রাজ্য শাখার মহামন্ত্রী তপন দে বলেন, রক্তের সংকট যেন দূর করা যায় সেই লক্ষেই তাদের এই কর্মসূচি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানান।
শিবিরে রক্তদাতাদের বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা গেছে। মোটর শ্রমিকরা এদিন কাজের ফাঁকে সময় করে রক্তদান করেছেন। তাদের এই উদ্যোগের প্রশংসা করেন অনেকেই।