আগরতলা।।কোজাগরী লক্ষী পূজা হলেও মানুষ দিনেরবেলা থেকেই লক্ষী দেবীর পূজা শুরু করে দিয়েছেন। সোমবার বেলা প্রায় সাড়ে ১১টা থেকে পূর্ণিমা তিথির নির্ঘন্ট শুরু। তাই দিনের বেলা থেকেই ভক্তদের ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে ধনদেবীর আরাধনা। আর লক্ষী পূজা বলে কথা।

প্রায় প্রত্যেক গৃহস্থের বাড়িতেই ধনদেবীর আরাধনা হয় বড় কিংবা ছোট পরিসরে। তাই পুরোহিতদের কাছেও সময় বেশি নেই। সকল থেকেই বের হয়ে পড়েছেন পুরোহিতরা। গ্রাম থেকে শহর সর্বত্র ঘরে ঘরে চলছে লক্ষী দেবীর পূজার্চনা। শনি ও রবিবার জমজমাট বাজারের পর সোমবার সকাল থেকে শুরু হয় পুজোর আয়োজন। ঘরে ঘরে গৃহিণীরা পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন।

এদিকে গৃহকর্তাদের অনেকেই তখনো বাজারমুখী। নৈবদ্যা সাজিয়ে ধুপ দীপ জ্বালিয়ে চলে দেবীর আরাধনা। অনেক বাড়িঘরে আবার জজ্ঞও হয়। প্রথা অনুযায়ী অনেকেই লক্ষী পুজোয় কাঁসর ঘন্টা বাজান না। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুরোহিত ধনের অধিষ্ঠাত্রী দেবীর পূজা করেন।

প্রতি বছর অশ্বিনের পূর্ণিমাতে ঘরে ঘরে পূজিতা হন দেবী লক্ষী। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে নয়টা পর্যন্ত রয়েছে পূর্ণিমা তিথি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *