কুমারঘাট : আগামী ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত কুমারঘাট পিডাবলিওডি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার।
এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৫০-পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি বলেন, “গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে এবছর এই পৌষ মেলার আয়োজন করা হয়। লোকসংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যের মেলাই এই মেলার মূল আকর্ষণ। গত বছর মেলা ছিল ৩ দিনের, কিন্তু এবছর মানুষের আগ্রহ ও অংশগ্রহণের কথা মাথায় রেখে ৫ দিনের জন্য মেলার আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, মেলার প্রতি দিনেই থাকবে রাজ্য ও বহির্রাজ্যের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী— ৯ জানুয়ারি মেলা মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী স্নেহা শীল,১০ জানুয়ারি থাকবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী কৃষ্ণকলি সাহা,১১ জানুয়ারি থাকবেন শিল্পী পরমিতা রিয়াং,১২ জানুয়ারি থাকবেন সঙ্গীত জগতের পরিচিত মুখ অরুণিতা কাঞ্জিলাল।
এছাড়াও বিধায়ক জানান, ১৩ জানুয়ারি সকাল থেকে মেলার বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হবে মাছ ও সবজি মেলা।
স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা তাঁদের উৎপাদিত টাটকা মাছ ও শীতকালীন সবজি নিয়ে অংশগ্রহণ করবেন, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তুলবে। তিনি বলেন, এই পৌষ মেলা কেবলমাত্র একটি আনন্দ আয়োজন নয়, বরং গ্রামীণ সংস্কৃতি ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিধায়ক এলাকার সর্বস্তরের মানুষকে সপরিবারে উপস্থিত থেকে মেলাকে সফল করার আহ্বান জানান।
