আগরতলা: গ্রামীণ এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। সকলের জন্য চিকিৎসা পরিষেবার সুযোগ নিশ্চিত করতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। হাসপাতালগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে।

আজ রাজধানী সংলগ্ন গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই গুরুত্ব তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এর পাশাপাশি একইদিনে স্মার্ট সিটি অফিস, জল বোর্ড অফিস সরেজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। খোঁজখবর নেন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও নানাবিধ কাজকর্মের। এদিন প্রথমে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনা খতিয়ে দেখে উপস্থিত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন তিনি। পরিকাঠামো সম্পর্কিত বিষয়ে যাবতীয় খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ কিছুটা সময় পেয়ে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছি এবং সেখানে অনেক বিষয় প্রত্যক্ষ করেছি। যে যে জায়গায় শূন্যতা রয়েছে সেগুলি যাতে পূরণ হয় তারজন্য আমি স্বাস্থ্য দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে কি কি খামতি রয়েছে সেগুলি যাতে দেখা হয় সেটাও নিশ্চিত করেছি। সেখানে অনেক কর্মী রয়েছেন যারা ফিল্ডেও কাজ করেন, আবার হাসপাতালেও কাজ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, সবসময় এরকম একটা ধারনা থাকে যে সরকারি হাসপাতাল মানেই অপরিচ্ছন্নতা থাকবে, দুর্গন্ধ হবে। তো সেটা কেন হবে? তাই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিয়েছি। সেখানে আমি স্টাফ প্যাটার্ন এবং ডিউটি প্যাটার্ন সম্পর্কেও আমি খোঁজখবর নিয়েছি। রোগীদের সাথেও কথা বলেছি। ভালোমন্দ রয়েছে। ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে আমি স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। গতকালও এনিয়ে মিটিং করেছি। পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডাঃ সাহা জানান, স্মার্ট সিটি প্রকল্প সম্পর্কে আমি অবহিত রয়েছি। যদিও এরআগে এই অফিসে আসা হয়নি। তাই আজ স্মার্ট সিটি অফিসে এসেছি। জল বোর্ডেও আমি গিয়েছি।

টুডার কি কি কাজ হচ্ছে সেবিষয়ে খবরাখবর নিয়েছি। সবমিলিয়ে একটা ধারনা নিয়েছি। এছাড়া আরও কোথায় কোথায় বিভিন্ন প্রকল্প করা প্রয়োজন সেবিষয়ে আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর আজকের পরিদর্শনে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *