আগরতলা: ফের মহার্ঘ্য হল রান্নার গ্যাস সিলিন্ডার। এবার সিলিন্ডার পিছু বৃদ্ধি করা হল ৫০ টাকা। বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। এতে চিন্তার ভাঁজ নিম্ন- মধ্য বিত্তদের কপালে।দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে এবার মূল্য বৃদ্ধি পেল রান্নার গ্যাসের সিলিন্ডারের।

এক লাফে সিলিন্ডার প্রতি ৫০ টাকা মূল্য বৃদ্ধি পেল। মাথায় হাত নিম্ন বিত্ত ও মধ্য বিত্তদের। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি ঘোষণা করেন রান্নার গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে এই নয়া মূল্য কার্যকর হয়েছে। আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ছিল ৮২৯ টাকা ৫০ পয়সা। বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৭৯ টাকা ৫০ পয়সা। ভর্তুকি বিহীন এবং ভর্তুকিযুক্ত উভয় গ্রাহকের জন্যই রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ভোক্তাদেরও দিতে হবে অতিরিক্ত এই মূল্য।

সাধারন জনগণের দাবি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানোর ফলে সমস্যায় আমজনতা। সকলের দাবি যাতে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *