আগরতলা: বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির ভিত্তি গ্রামীণ ভারতের আত্মায় সমাহিত। একাত্ম মানবদর্শনের প্রণেতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়ের মন্ত্রকে পাথেয় করে গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের দিশায় একনিষ্ঠভাবে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি। আজ বামুটিয়া বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করে এই গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ।
ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা বর্ষ উৎযাপন উপলক্ষে সপ্তাহব্যপী গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে আজ বামুটিয়া বিধানসভার পূর্ব গান্ধীগ্রাম এলাকায় লাভ্যার্থী বৈঠক ও চৌপাল বৈঠকে গ্রামীণ নাগরিকদের সাথে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর চিন্তা চেতনায় কল্পিত সশক্ত ভারতের নির্মাণে প্রতিনিয়ত কাজ করে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এই সশক্ত ভারত নির্মাণের অন্যতম ভাগীদার গ্রামীণ ভারতের সাধারণ জনগন। গ্রাম চলো অভিযানের দ্বিতীয় ভাগে আজ পূর্ব গান্ধীগ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( PMAY-G) লাভ্যার্থী হরিপদ সরকার ও জীবন আচার্যীর বাসভবন পরিদর্শন করে তাদের পরিবারকে শুভেচ্ছা জানান তিনি।
ডাঃ সাহা বলেন, স্বচ্ছতাই সুস্থতার চাবিকাঠি। পরিবেশকে স্বচ্ছ রাখার ভাবনা থেকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহুত স্বচ্ছ ভারত অভিযান আজ জনআন্দোলনে পরিনত হয়েছে। এই অসম্ভবকে সম্ভব করতে গ্রামীণ অংশের জনগণের অংশগ্রহণ ব্যপকভাবে সমাদৃত হয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রাম চলো অভিযানে আজ পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষ কলোনিস্থিত কালিবাড়ি পরিসরে এলাকাবাসী ও কার্যকর্তাদের সঙ্গে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে গাঁও চলো অভিযানের অংশ হিসেবে বামুটিয়া বিধানসভার পূর্ব গান্ধীগ্রামে প্রানীসম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত সাবসেন্টার এবং ফিসারি সাবসেন্টারটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। দলের প্রতিষ্ঠা বর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম চলো অভিযানের অংশ হিসেবে পূর্ব গান্ধীগ্রাম এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে জনসম্পর্কে সামিল হন মুখ্যমন্ত্রী। এই কার্যক্রমে পার্টির নীতি-আদর্শ ও সুশাসনের বার্তাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তিনি। এছাড়াও গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে আজ পূর্ব গান্ধীগ্রাম এলাকায় সুভাষ কলোনিতে পৌঁছে স্থানীয় কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। সেই সঙ্গে স্থানীয় অঙ্গনওয়ারি কেন্দ্রে বিজয় দেবনাথ ও সীমা দাস দেবনাথের সুকন্যা কৌশালী দেবনাথের শুভ অন্নপ্রাশনে অংশগ্রহণ করেন। ঈশ্বরের নিকট কৌশালীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। এদিন এই কর্মসূচির সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস এবং অন্যান্য নেতৃত্ব।