আগরতলা।।রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের হাতে স্মার্ট রেসন কার্ড তুলে দেওয়া হচ্ছে। আগরতলা পুর নিগমের ১নং ওয়ার্ড এর প্রায় ৬৪০ জন গ্রাহকের মধ্যে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে PVC অর্থাৎ স্মার্ট রেশন কার্ড বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল প্রদীপ মিশ্র , ১ নং ওয়ার্ডের কর্পোরেটর মিত্রা রানি দাস মজুমদার সহ অন্যরা। মেয়র এই স্মার্ট রেশন কার্ডের উদ্যোগ নেওয়ার জন্যে খাদ্য দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি দাবি করেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে , আরো দ্রুত ও উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষকে পরিষেবা দিতে উদ্যোগ নিয়েছে।
বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখন নিয়মিত রেশনশপে পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। স্মার্ট রেশনকার্ড হাতে পেয়ে সন্তোষ ব্যক্ত করেছেন গ্রাহকরা।