আগরতলা: প্রতিবছর বেশ সাড়ম্বরে রাজধানীর কৃষ্ণনগর নাজির পুকুর পাড় পূজা কমিটি গড়িয়া পূজা করে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রীতি নীতি মেনে হয় পূজা।

গড়িয়া পূজা উপলক্ষে এই বছর পূজা কমিটির পক্ষ থেকে জনজাতিদের মধ্যে পাছরা ও রিসা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার জানান কৃষ্ণনগর নাজির পুকুর পাড় পূজা কমিটির উদ্যোগে গড়িয়া বাবার পূজার আয়োজন করা হয়েছে। এলাকার মধ্যে এইটা সবচেয়ে প্রাচীনতম পূজা। শতাধিক বছর ধরে গড়িয়া পূজা করে আসছে কৃষ্ণনগর নাজির পুকুর পাড় পূজা কমিটি। গড়িয়া বাবা শান্তি ও সমৃদ্ধির প্রতিক।

গড়িয়া পুজায় বর্তমানে সকল অংশের মানুষ সামিল হয়। একটা সময় জনজাতিরা গড়িয়া বাবার পূজা করত। গড়িয়া পূজাকে কেন্দ্র করে লোকজনের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *