খোয়াই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনার উদ্দেশ্যে খোয়াই জেলা সফরে এলেন রাজ্য পুলিশের ডিজি অনুরাগ।
মঙ্গলবার সকাল ১১টায় খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার অন্তর্গত সাতটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজি অনুরাগ জানান, “রাজ্যের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আমি নিজে পরিদর্শন করছি। খোয়াই জেলায় সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা কিছুটা বেড়েছে, যার ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, “শুধু খোয়াই নয়, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমাতে পুলিশ বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় কারো সঙ্গে আপস করা হবে না।” বৈঠকে ওসি’দের কাছ থেকে এলাকাভিত্তিক অপরাধ সংক্রান্ত তথ্য ও পরামর্শ নেওয়া হয় বলে সূত্রের খবর। জেলার আইনশৃঙ্খলা মজবুত করতে একাধিক দিক থেকে নজর দেওয়ার কথা বলেন ডিজিপি।