আগরতলা: ক্যুরিয়ারের মাধ্যমে ট্রেনে করে অবৈধ ভাবে গাঁজা পাচারের চেষ্টা ব্যস্ত গেল। আগরতলা রেল স্টেশনে জি আর পি ও আর পি এফ যৌথ ভাবে আটক করে বিপুল পরিমাণ গাঁজা।
আটক করা হয়েছে ক্যুরিয়ার সার্ভিসের ম্যানেজার সহ তিনজন। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল আরপিএফ ও আগরতলা জিআরপি থানার পুলিশ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের কৌশল অবলম্বন করেছে পাচারকারীরা।সেই কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি গোপন সংবাদের ভিত্তিতে আটক করে আরপিএফ ও জিআরপি থানার পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। মোট ৬ টি কার্টুনে ২৬ প্যাকেটে ৫৯ কেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য ৬ লক্ষ টাকা হবে বলে জানা যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিস-এর ম্যানেজার সহ তিন জনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া গাঁজা সহ ধৃত তিন জনকে আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধারণা ধৃতদের জিজ্ঞাসাবাদ চালালে কিছু তথ্য পাওয়া যেতে পারে।