Overview:

কৈলাসহরের চিরাকুটীতে ভয়াবহ যান দুর্ঘটনায় হত চার

আগরতলা।।ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। কৈলাশহর চিরাকুটীতে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। ।

বুধবার রাত আনুমানিক ১২টা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি,দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি। আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে। মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলী চালক ও গাড়ির মালিক, আক্তার আলী ও বনবীর শব্দকর। অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ অন্যান্য আধিকারিকরা।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ সাংবাদিকদের জানান, অতিরিক্ত গতির কারণে রাতে ভয়াবহ যান দূর্ঘটনাটি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *