আগরতলা: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার সংসদে ২০২৫-২০২৬ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেন। এই বাজেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টি আর পি সির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া বলেন,মহিলা-যুবদের আত্মনির্ভর করার জন্য এবারের কেন্দ্রীয় বাজেটে বেশি জোর দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নেও আগের তুলনায় বেশি জোর দেওয়া হয়েছে।এগুলি বাজেটের ইতিবাচক দিক।শনিবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেন। এই বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় টি আর পি সির চেয়ারম্যান প্রসঙ্গক্রমে বলেন, শিল্পের দিকে দেশের মধ্যে ত্রিপুরা অনেক পিছিয়ে।
দেশের অন্যান্য অংশের সঙ্গে তুলনা করলে দেখা যায় ত্রিপুরা প্রায় ২০ বছর পিছিয়ে আছে। এর ফলে বেড়ে যায় বেকারির সংখ্যা। ত্রিপুরায় কর্মসংস্থানহীন মানুষের সংখ্যা বিশাল। এর মূল কারণ ত্রিপুরায় বড় কোন শিল্প নেই। তাই মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবারের বাজেটে ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরে জোর দেওয়া হয়েছে।
বাজেটে বাড়ানো হয়েছে লোণের পরিমাণ।এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন বাজেট নিয়ে