আগরতলা: দিল্লি সফরে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন বিষয়ক এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রকে মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সুশান্ত চৌধুরী সাক্ষাৎ করেন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকান্ড নিয়ে দুই জনের মধ্যে আলোচনা হয়। এসব বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করেন রাজ্যের খাদ্যমন্ত্রী।
দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার তরফ থেকে প্রয়োজনীয় সাহায্য চান সুশান্ত চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। আলোচনায় খুশি সুশান্ত চৌধুরী।