আগরতলা।।শুক্রবার সূর্যমণিনগর এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ প্রায় ৭০০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত এদিনের এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্রিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা, এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিনের এই সংবর্ধনা সভায় কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ল্যাপটপ স্মার্টফোন ট্যাবলেট এবং স্মার্ট ঘড়ি তুলে দেওয়া হয়। এদিনের আয়োজিত অনুষ্ঠানে ছত্রিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের উদ্যোগেই এদিনের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কৃতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় তা কামনা করেন পাশাপাশি মানুষের মত মানুষ হয়ে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন।।