কুমারঘাট: কুমারঘাট শহরের নেতাজি চৌমহনীস্থিত জলাশয়ের আধুনিকতায় পরিণত করা হবে। এর জন্য সোমবার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। এই জলাশয় কে কেন্দ্র করে থাকবে আধুনিক লাইটিং, থাকবে জলের ফোয়ারা, থাকবে বসার জায়গা ও বাচ্ছাদের জন্য ছোট পার্ক, সকাল/সন্ধ্যা বৃদ্ধদের ওয়ার্আউট এর ব্যবস্থা এবং আরো আধুনিক অনেক কিছু ।
এর ফলে পর্যটন ক্ষেত্রের ও উন্নয়ন হবে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন এই জলাশয় টি বহু পুরনো। যার ফলে জলাশয় কি জরাজীর্ণ অবস্থায় ছিল। এ জলাশয় কে নতুন রূপে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একে কেন্দ্র করে আগামী দিনে পর্যটন শিল্পের ও প্রসার ঘটবে বলে জানিয়েছেন তিনি।