কুমারঘাট।।কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ ঊনকোটি জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, প্রকৃতির ছয়টি ঋতুই মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারমধ্যে একটি হল বর্ষা ঋতু। বর্ষা ঋতু সৃষ্টির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখে। এই ঋতুতে কৃষকদের বুকে নতুন আশার সঞ্চার হয়। কৃষকরা লাঙ্গল তৈরি রাখে চাষাবাসের জন্য। নদী জলে পুষ্ট হয়। ফলে মৎস্যজীবিদের জীবন জীবিকার ও আয়ের জন্য নতুন দিক উন্মোচিত হয়।
অন্যদিকে মানুষের অন্ন সংস্থানেও বর্ষা বিশেষ ভূমিকা রাখে। তাই বর্ষাকে স্বাগত জানাতে বর্ষামঙ্গল উৎসবের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যন সুমতি দাস ও কুমারঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক শুভাশীষ সেনগুপ্ত।