আগরতলা।।শুক্রবার রাতে কালী পূজার দশমী কে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের একত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত শহরের উপর বিজেপি অফিস ভাঙচুর!ছিঁড়ে ফেলা হয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি!বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়।ঘটনা রাম ঠাকুর বয়েজ স্কুলের কাছে প্রতাপগড় ব্রিজের সামনে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী।

পুলিশের এক অফিসার সংবাদ মাধ্যমের সামনে জানান, কালী পূজার দশমীকে কেন্দ্র করে কোন একটা বিষয়ে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়। দেখতে পান সেখানে তিন-চারটি বাইক ভাঙচুর করা হয়। তন্ময় সাহা নামে একজনের গুরুতর ভাবে আহত হয়। তাকে চিকিৎসার জন্য পুলিশ আইজিএম হাস পাতালে নিয়ে যায়। তিনি আরো জানান কারা করেছে, কিভাবে ঘটনার সূত্রপাত হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এইদিকে বিজেপির এক কার্যকর্তা জানান, এলাকাবাসীর উদ্যোগে এখানে রক্ষা কালী পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে সেই রক্ষাকালী প্রতিমাকে এলাকাবাসী এবং দলীয় কার্যকর্তারা মিলে বিসর্জন করতে যায়। প্রতিভা বিসর্জন করে এসে তারা দেখতে পান তাদের বিজেপি অফিস ভাঙচুর হয়েছে। তিনি বলেন বিজেপি দলের মধ্যে কোন ধরনের কোন্দল নেই। বিরোধী দলের উস্কানিতে বহিরাগত প্রায় ৩০-৪০ দুষ্কৃতীরা এসে তাদের দলীয় বিশ্বে হামলা এবং ভাঙচুর চালায়। বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়।

এবং তাদের একজন কার্যকর্তাকে গুরুতরভাবে আহত করে।তিনি সরকারের কাছে দাবি জানান এই ঘটনা যেন সুস্থ তদন্ত ক্রমে দোষীদের চিহ্নিত করা হয়। বিজেপির দেশ এবং রাজ্যব্যাপী জয় জয় কারের সময় শহরের উপর বিজেপি দলের অফিস ভাঙ চুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই বলাবলি করছেন যেখানে বিরোধী দলের একজন কর্মীও নেই এই ওয়ার্ড এলাকায়, যে প্রকাশ্যে বিরোধী দলের পতাকা,পোস্টার প্রচার করতে পারে না, সেখানে বিরোধী দলের ৪০ জন দুষ্কৃতি শাসক দলের অফিস ভেঙ্গে গুড়িয়ে দিল তা নিয়ে রহস্যের দানা বাঁধছে।

তবে স্থানীয়রা অনেকেই দেখেছে কে বা কারা অফিস ভেঙ্গেছে, তারা বিরোধীদলের লোক না শাসক বিজেপি দলের লোক তারা সবই জানে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *