আগরতলা: বদলের বাংলাদেশে কাজের বড়ই অভাব। কাজের জন্য অনেক মানুষ অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে আসছে। অনেকে ধরাও পড়ছে। ফের কাজের সন্ধানে সীমান্ত অতিক্রম করে এপারে এসে আটক তিন বাংলাদেশী নাগরিক।
একই সঙ্গে জালে উঠে এক ভারতীয় দালাল। আগরতলা জি আর পি থানার পুলিস তাদের আটক করেছে। আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ ও আরপিএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে সন্দেহভাজন চার জনকে আটক করে।
তাদের মধ্যে তিন জন বাংলাদেশী নাগরিক। বাকি একজন ভারতীয়। বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে আসে। তারা রেলের মাধ্যমে বহিঃরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল। তারা কলকাতা হয়ে গুজরাট যাওয়ার পরিকল্পনায় ছিল।ভারতীয় দালালের বাড়ি ডুকলি এলাকায় বলে জানা গেছে। তাদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযোগ অবৈধভাবে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ প্রতিনিয়ত চলছে। দাবি উঠেছে এসব বন্ধে সীমান্তে আরও নজরদারি বাড়ানোর।