আগরতলা: কমিউনিটি হেল্থ অফিসার (সিএইচও) এর ১২৬টি শূন্য পদে খুব সহসাই নিয়োগ করা হবে। সরকারি যাবতীয় নিয়ম নীতি মোতাবেক এই শূন্য পদগুলিতে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই সম্পর্কিত বিষয়ে তথ্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, বর্তমানে সিএইচও বা কমিউনিটি হেল্থ অফিসারের শূন্য পদ রয়েছে মোট ১২৬টি। এগুলি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটি, (এনএইচএম), ত্রিপুরার অধীনে থাকা নিয়ম অনুসরণ করে চুক্তিভিত্তিক ভিত্তিতে পূরণ করা হবে। এছাড়া বর্তমানে থাকা সিএইচওগুলির নিয়মিতকরণের বিষয়ে কেন্দ্রীয়/ রাজ্য সরকারের কাছ থেকে এই সংক্রান্ত কোন নীতি বা দিকনির্দেশনা পাওয়া যায় নি।
শূন্য থাকা সমস্ত সিএইচও পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নিয়ম অনুসারে তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।