আগরতলা ।।কমলপুর থেকে খোয়াই পর্যন্ত জাতীয় সড়কের (প্রায় ১২ কিমি) বেহাল অবস্থার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা, গত ১০ই মে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী মাননীয় নিতিন গড়কড়িকে এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেন।
উক্ত চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গত ২২শে জুলাই এক লিখিত চিঠিতে জানান, Central Road Research Institute (CRRI)-র একটি প্রতিনিধি দল ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত উল্লিখিত রাস্তাটি পরিদর্শন করেছে। পরিদর্শনের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ই আগস্টের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রকে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশে NHIDCL-এর ম্যানেজিং ডাইরেক্টর ড. কৃষ্ণা কুমার আগামী ১০ই আগস্ট রাজ্যে আসবেন এবং বিভিন্ন জাতীয় সড়কের নির্মাণ এবং মেরামতের বিষয়ে পর্যালোচনা করবেন।
রাজ্যের এই গুরুত্বপূর্ণ বিকল্প সড়কটির দ্রুত সংস্কারের বিষয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমনকি বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে কয়েকবার ফোনেও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে-কে এই বিষয়ে বিশেষ নজর দিতে এবং কেন্দ্রীয় স্তরের সঙ্গে সমন্বয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন ।।