আগরতলা:রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কংগ্রেস ভবনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমেই তার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রতি কৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,সহ- সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ ,পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭ তম পূর্ণ তিথি উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা রাজ্যেই এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সুধীর রঞ্জন মজুমদার সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের স্বার্থে কাজ করে গেছেন। আজও রাজ্যের মানুষ উনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বর্তমান রাজনীতিতে উনাকে কংগ্রেস কর্মী সমর্থক ভীষণ ভাবে উনাকে অনুভব করেন। বর্তমানে রাজ্যে যেভাবে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বাড়ছে এবং প্রশাসন আজকে সাধারণ মানুষকে নানা ভাবে তাদের ন্যায্য বিচার পেতে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে দলবাজি ও স্বজন পোষণের এর মধ্য দিয়ে চলছে।এই ক্ষেত্রে সুধীর রঞ্জন মজুমদার একটি অন্যতম দৃষ্টান্ত ছিলেন। উনি দল মত নির্বিশেষে কাজ করে গেছেন।

আজকে উনার প্রাসঙ্গিকতা সকলেই উপলব্ধি করছেন। বিশেষভাবে রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে সুধীর রঞ্জন মজুমদার অনবদ্য ভূমিকা নিয়েছিলেন।বিশেষ করে কর্মচারীদের ন্যায্য অধিকার খাইয়ে দিতে তিনিই প্রথম ত্রিপুরায় পঞ্চম বেতন কমিশন গঠন করে ছিলেন। সেই থেকে রাজ্যের কর্মচারীরা তাদের ন্যায্য প্রাপ্তি পেয়ে আসছেন। এই ক্ষেত্রে সুধীর রঞ্জন মজুমদার যে পদক্ষেপ নিয়েছে এটা গোটা দেশ এবং ত্রিপুরার কর্মচারীদের ক্ষেত্রে একটা বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

যা আজকেও রাজ্যের কর্মচারীরা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পরিবার-পরিজন এবং তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *