আগরতলা: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীরা বিরোধিতা করছে। কিন্তু তারা গঠন মূলক বিরোধিতা করছে না।
শনিবার এই অভিযোগ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে হয় ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান। রাজধানীর সুপারিবাগানস্থিত দশরথ দেব ভবনে হয় একদিনের ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের অঙ্গ হিসাবে আলোচনা সভা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছেন সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে এইদিনের আলোচনা সভা। এই আইন পাস করা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবও দেন প্রদেশ বিজেপি সভাপতি।