আগরতলা।।রাজধানীর এডি নগর পুলিশ লাইনের ভেতরে যে সমস্ত কোয়ার্টার গুলো রয়েছে এবং তার সামনের রাস্তাগুলোবিগত বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেইসঙ্গে সিকিউরিটি পার্সোনালদের জন্য যে কোয়ার্টারগুলো বরাদ্দ রয়েছে সে কোয়ার্টারগুলোও ভগ্না দশায় পরিণত হয়েছে।
এই খবর পেয়ে শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,পুর নিগমের এবং পূর্ত দফতরের বাস্তুকার ও আধিকারিকদের নিয়ে সরেজমিনে খতিয়ে দেদেখেন । মেয়র এই বিষয়ে কথা বলেন নিগমের কমিশনার ডি কে চাকমা সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান পুজোর আগে যদি ওই সমস্ত কাজগুলো সম্পন্ন করা সম্ভব নয়।
তবে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে পুজোর আগে মেনটেনেন্স করা হবে। পুজোর পর পুর নিগম ও পূর্ত দপ্তর মিলে রাস্তাঘাট ও কোয়ার্টারগুলি স্থায়ীভাবে সংস্কার করা হবে।