আগরতলা।।আগরতলা পুর নিগমের নতুন বিল্ডিং রুলস অনুযায়ী বিল্ডিং তৈরী করা জরুরি। এই ক্ষেত্রে বিল্ডিং তৈরির প্ল্যান দেবেন পুর নিগমের অনুমোদিত বিল্ডিং প্ল্যানাররা। তাদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।
আগরতলা শহর স্মার্ট সিটি হওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং রুলস এর ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। কিন্তু অনেকেই সেই নিয়মসম্পর্কে অবগত নন । এই ক্ষেত্রে পুর নিগম অনুমোদিত বিল্ডিং প্ল্যানার এর সহযোগিতায় বিল্ডিং তৈরির আহ্বান জানালো নব গঠিত আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশন।তাদের পক্ষ থেকে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
তাদের বক্তব্য বাড়ি তৈরির নিয়ম সম্পর্কে অনেকেই অবগত নন। তাদের এই বিষয়ে সচেতন হতে হবে। যদি নতুন বিল্ডিং রুলস না মেনে কেও বাড়িঘর তৈরি করেন সেই ক্ষেত্রে পুরো নিগমের আইনি বেড়াজালে পড়তে হবে। বিল্ডিং ভাঙতেও হতে পারে। তাই পুর নিগম অনুমোদিত বিল্ডিং প্ল্যানার এর সহযোগিতায় বিল্ডিং তৈরির পরামর্শ দেন এই নতুন সংগঠনের কর্মকর্তারা। আগরতলা পুর নিগম ধার্য করে দিয়েছে একজন বিল্ডিং প্ল্যানার বিল্ডিং তৈরির প্ল্যান দেওয়ার জন্যে কত টাকা নিতে পারেন।
তাই অনুমোদিত বিল্ডিং প্ল্যানার এর সহযোগিতায় বিল্ডিং তৈরি করলে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে না বলে দাবি করে বিল্ডিং প্ল্যানারদের নব গঠিত এই সংগঠন। তাদের প্রত্যেকেই বাস্তুকার।