আগরতলা।।রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে রবিবার আগরতলা এম.বি.বি বিমানবন্দর পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এয়ারপোর্টের প্রিপেইড ট্যাক্সি ও অটোরিক্সা চালক ভাইদের আসন্ন শারোদৎসবের প্রাক্কালে নতুন ইউনিফর্ম বিতরণ করা হয়।
এদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কমিশনার সুব্রত চৌধুরী জেলাশাসক বিশাল কুমার আগরতলা এয়ারপোর্ট এর অধিকর্তা কে সি মিনাসহ অন্যান্যরা। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে তিন জন পরিবহন মিত্রকে বিশেষ সন্মাননা জ্ঞাপন করে অর্থরাশি তুলে দেওয়া হয়।
এদিনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত চৌধুরী বলেন বাইরে থেকে যারা এই রাজ্যে আসছেন তাদের যাতে সুন্দর পরিষেবা মোটর শ্রমিক ভাইরা যাতে প্রদান করে সেই আহ্বান রাখেন তিনি।