আগরতলা।।এই বছরও আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হবে। মঙ্গলবার এই বিষয়ে পুর নিগমের কনফারেন্স হলে বৈঠক হয়।
মেয়র, ডেপুটি মেয়র , পুর নিগমের কমিশনার সহ সমস্ত কর্পোরেটররা তাতে উপস্থিত ছিলেন। পুর নিগমের ৪ টি জোন ভিত্তিক পূজা উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন বিভাগে পুরুস্কার বিতরণ করা হবে। তাছাড়া সব মিলিয়ে সেরার সেরা ৫ টি বিষয়ে ৫ টি পুরুস্কার বিতরণ করা হবে। মোট পুরুস্কার থাকছে ২১ টি। সেরার সেরাদের দেওয়া হবে ট্রফি ও ৫০ হাজার টাকা করে। অন্যদের ট্রফি ও ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
এদিন বৈঠকের পর এই বিষয়ে বিস্তারিত জানান মেয়র দীপক মজুমদার। প্রতি বছরেই আগরতলা পুর নিগম শারদ সম্মানের আয়োজন করে আসছে। ক্লাবগুলিকে উৎসাহিত করতেই মূলত এই আয়োজন।