আগরতলা: সহকর্মী মৃত্যুকাণ্ডে মূল অভিযুক্ত পুলিসের জালে। প্রায় সাত বছর পরে পুলিস তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।শনিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। আসামের করিমগঞ্জ জেলার রাজাউল হোসেন লস্কর ও হোসেন আহমেদ ভোলানন্দ পল্লী এলাকার এক বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করত।

৫ জুন সকালে বাড়ির মালিক লক্ষ্যকরে ভাড়া ঘরে রেজাউল হোসেন লস্করের গলাকাটা অবস্থায় মৃতদেহ পরে রয়েছে। অপর রাজমিস্ত্রি হোসেন আহমেদ নেই। সাথে সাথে বাড়ির মালিক এনসিসি থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানান।

এনসিসি থানার ওসি জানান ঘটনার তদন্তক্রমে ওনারা জানতে পারেন রেজাউল হোসেন লস্করকে হোসেন আহমেদ খুন করে পালিয়ে গেছে। পরবর্তী সময় হোসেন আহমেদের আসামের বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায় নি। এরই মধ্যে এনসিসি থানার পুলিশ জানতে পারে হোসেন আহমেদ রাজমিস্ত্রির কাজ করার জন্য আগরতলা এসেছে।

শুক্রবার রাতে এনসিসি থানার পুলিশ জয়নগর এলাকা থেকে হোসেন আহমেদকে গ্রেপ্তার করে। ২০১৮ সালের ৫ জুন রাজধানীর এনসিসি থানার অন্তর্গত ভোলানন্দ পল্লী এলাকায় ঘটনাটি ঘটেছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *