কুমারঘাট: মহিলারা স্বাবলম্বী না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মহিলা সশক্তিকরনে বিভিন্ন উদ্যোগ করেছেন। এরমধ্যে অন্যতম স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে নারী ক্ষমতায়ন।

“দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি” এই ভাবনায় কুমারঘাট পি ডব্লিউ ডি ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হলো ঊনকোটি জেলা ভিত্তিক ২য় সরস মেলা। এ দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা।সরস‌ মেলা বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠীর সাথে যুক্ত দিদিদের তৈরি সামগ্রী সকলের সামনে তুলে ধরার পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করে।

এদিনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরেন পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী করতে সরকার যে ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সে সম্পর্কেও বিশদভাবে আলোচনা করেন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *