আগরতলা: ত্রিপুরায় এসে স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশ শেষে ত্রিপুরা সুন্দরী মন্দিরেও পূজা দিলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার দুপুরে সস্ত্রিক উদয়পুরে যান বিজেপির জাতীয় সভাপতি। মায়ের মন্দির ও শিব মন্দিরে পূজা দেন।মন্দিরে পূজা দিয়ে রাজ্য ও দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেন তিনি।

উনার সঙ্গে ছিলেন সস্ত্রিক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন মাতাবাড়িতে তাঁদেরকে স্বাগত জানান বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।

পূজা দেওয়ার পরে প্রসাদ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। বিজেপির জাতীয় সভাপতির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর। প্রচুর লোকজনও ভিড় করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *