আগরতলা।।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪তম প্রয়াণ দিবস প্রতি বারের মতো এবারেও পালন করলো AIDSO, AIDYO ও AIMSS এর রাজ্য কমিটি।
নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ২৯ জুলাই। মঙ্গলবার তাঁর ১৩৪তম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে পালন করলো এই তিন সংগঠন । এদিন রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন AIDSO-এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরা।
এদিন বক্তারা বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভূমিকা, নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রবর্তনসহ তাঁর প্রগতিশীল চিন্তাধারার মূল্যায়ন করেন এবং বর্তমান সমাজে তাঁর আদর্শ অনুসরণের প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করেন। রামপ্রসাদ অভিযোগ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বপ্ন দেখেছিলেন ধর্মনিরপেক্ষ , গণতান্ত্রিক ও বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু করার। তা আজও হয়নি।