আগরতলা: মাঝে আর এক দিন। এর পরেই মুসলিম ধর্মাবল্মবিদের খুশির ইদ। ইদ উল ফিতরকে সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন মসজিদ।
ব্যতিক্রম নয় রাজধানীর গেদু মিয়ার মসজিদও। সাজিয়ে তোলা হচ্ছে এই মসজিদতি। পরিষ্কার করছেন শ্রমিকরা।এই মসজিদে নামাজ আদায় করবেন রাজধানীর বিভিন্ন জায়গার মুসলিম ধর্মাবল্মবির লোকজন।পবিত্র রমজান মাসের শেষেই খুশির ইদ উদযাপন করে মুসলিম ধর্মাবলম্বীরা। রোজার এই মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুভ মাস বলে গণ্য করা হয়। কথিত আছে, আজ থেকে প্রায় ১,৪০০ বছর আগে রমজান মাসে ইসলামের পবিত্র গ্রন্থ কোরানের প্রথম শ্লোক হজরত মহম্মদের কাছে এসে পৌঁছায়। এই মাসে তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষ ফজরের নামাজ পড়ে রোজা শুরু করেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন।
টানা এক মাস রোজা পালনের পর আসে খুশির ইদ বা ইদ-উল-ফিতর। চাঁদ দেখার উপর নির্ভর করে কবে পালিত হবে খুশির ঈদ। আগামী ৩১ শে মার্চ পালিত হতে পারে ঈদ।