আগরতলা: সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেল। ৬ এপ্রিল হবে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির নির্বাচন।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া ও স্কুটিনীর কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার দুটি প্যানেল ছাড়াও নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন বেশ কয়েকজন বিভিন্ন পদে। নির্বাচনকে এবার পাখির চোখ করে ময়দানে ঝাপিয়েছে ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেল। বুধবার ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয় নির্বাচনী ইস্তেহার। এইদিন আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেলের পক্ষে নির্বাচনী প্রতিশ্রুতির ঘোষণা দেন বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায়। সাংবাদিক সম্মেলনে তিনি ইস্তেহার তুলে ধরেন। উপস্থিত ছিলেন প্রার্থী প্রণব সরকার, বিশ্বেন্দু ভট্টাচার্য, সৌরজিত পাল সহ অন্যরা। শানিত দেবরায় জানান আচমকা কোন সাংবাদিক অসুস্থ ও দুর্ঘটনার কবলে পড়লে ২৪ ঘণ্টার মধ্যে ঐ সাংবাদিককে আপৎকালিন সাহায্য হিসাবে ৫ হাজার টাকা প্রদান করা হবে। প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে গ্রুপ ইন্সিওরেন্স চালু করা হবে। প্রেসের কাজের সাথে যুক্ত মহিলা সাংবাদিক ও সংবাদ কর্মীদের জন্য পৃথক রুমের ব্যবস্থা করা হবে। মূল কমিটিকে মহিলা প্রেস কর্মীদের সুযোগ সুবিধা ও প্রাপ্য সম্পর্কে অবহিত করার জন্য পৃথক একটা কমিটি গঠন করা হবে। বর্ষীয়ান বিশিষ্ট সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে একটা উপদেষ্টা কমিটি গঠন করা হবে।

প্রয়াত বিশিষ্ট সাংবাদিকদের ছবি দিয়ে প্রেসক্লাবে একটি ছবি গ্যালারি তৈরি করার পাশাপাশি থাকবে বিশিষ্টদের জীবন সম্পর্কে তথ্যাবলী। এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন। এক কথায় এবারের প্রেস ক্লাবের নির্বাচন বেশ জম জমাট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *